ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২

২০২৫ ডিসেম্বর ১৩ ১৮:১৯:২৭
শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে ঘিরে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফ্যাসিস্ট ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে এ অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে লুট হওয়া এবং অবৈধভাবে রাখা অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এই অভিযানকে আরও বিস্তৃত, জোরালো ও কার্যকর করতে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে এতদিন মূলত সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হতো। তবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আগ্রহী প্রার্থীদের আবেদনও বিবেচনায় নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে তাঁর নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে এবং তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে