ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এক ফ্লাইটে অর্ধেক পৃথিবী অতিক্রম করবে যে বিমান

২০২৫ ডিসেম্বর ১১ ১৭:৩৪:২০
এক ফ্লাইটে অর্ধেক পৃথিবী অতিক্রম করবে যে বিমান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনের সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেস পর্যন্ত চালু হওয়া নতুন বাণিজ্যিক ফ্লাইটটি এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত। আকাশে ২৯ ঘণ্টা চলা এই ফ্লাইটটি প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে এবং এটি সারা পৃথিবীর প্রায় অর্ধেক অংশ অতিক্রম করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টায় সাংহাই থেকে উড্ডয়ন করে এবং শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে বুয়েনস এইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্বল্প বিরতি নেওয়া হয়, যেখানে জ্বালানি ভরার পাশাপাশি ক্রু পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়। এই কারণে এটি বিশ্বের দীর্ঘতম ননস্টপ ফ্লাইট না হলেও, মোট সময় ও দূরত্বের হিসাব অনুযায়ী এটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক এয়ারলাইন রুটের মর্যাদা পেয়েছে।

ফ্লাইটটি ৩১৬ আসনবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান ব্যবহার করে পরিচালিত হচ্ছে। চায়না ইস্টার্ন এ রুট সপ্তাহে দুবার চলাবে এবং এটি দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের সরাসরি সংযোগ বাড়াবে। পাশাপাশি আর্জেন্টিনায় দ্রুত বাড়তে থাকা পূর্ব এশীয় প্রবাসীদেরকে সুবিধা দেওয়াও এর লক্ষ্য।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাংহাই থেকে বুয়েনস এইরেসে যাত্রায় সময় লাগে ২৫ ঘণ্টারও বেশি। আর ফিরতি পথে আরও প্রায় চার ঘণ্টা সময় লাগে। ফ্লাইট রুটের উদ্বোধন উপলক্ষে সাংহাই, অকল্যান্ড ও বুয়েনস এইরেস—তিন শহরেই বিশেষ অনুষ্ঠান হয়েছে।

ফ্লাইটটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউইয়র্ক–সিঙ্গাপুর প্রায় ১৯ ঘণ্টার ননস্টপ রুটকে ছাড়িয়ে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটের মর্যাদা অর্জন করেছে। তবে এটি দীর্ঘমেয়াদে রেকর্ড ধরে রাখতে পারবে কিনা তা অনিশ্চিত। অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্স ২০২৭ সালে ‘প্রজেক্ট সানরাইজ’ উদ্যোগের অংশ হিসেবে সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্কে ২২ ঘণ্টার ননস্টপ ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। ওই ফ্লাইটের জন্য ২০,০০০ লিটার অতিরিক্ত জ্বালানি ধারণক্ষমতা যুক্ত বিশেষ এয়ারবাস ব্যবহার করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ফ্লাইট দক্ষিণ আমেরিকা ও পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি করবে। একই সঙ্গে বিমান শিল্পে দীর্ঘ দূরত্বের নতুন মানদণ্ড স্থাপন করবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে