ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সাক্ষাৎ

২০২৫ ডিসেম্বর ১৩ ১১:৪৬:৫৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ দুই নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির দুই শীর্ষ নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সালাহউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-র উদ্দেশে রওনা হয়েছেন।

তবে বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলের পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিস্তারিত বক্তব্য দেওয়া হয়নি।

তবে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আসন্ন দেশে ফেরা এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তাঁর বাংলাদেশে ফেরার কথা রয়েছে। সে ক্ষেত্রে তাঁর নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিএনপির অবস্থান প্রধান উপদেষ্টাকে অবহিত করা হতে পারে।

এ ছাড়া রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি-এর ওপর গুলির ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে