ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আ-গু-ন

২০২৫ ডিসেম্বর ১৩ ১২:০২:২৭
কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আ-গু-ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে অবস্থিত জমেলা টাওয়ারের ১২ তলা ভবনে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ভবন থেকে মোট ৪২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন নিচতলায় লেগে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট আসার পর মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ পর্যন্ত ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে ভবন থেকে নামানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে