ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রার্থীরা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৩ ২০:৪৩:৪৭
প্রার্থীরা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স শুধুমাত্র সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্যই ইস্যু করা হতো। তবে এবার জাতীয় নির্বাচনের প্রার্থীদেরও আবেদন করলে লাইসেন্স প্রদান করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমন করার উদ্দেশ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে। এর পাশাপাশি, লুটপাট ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানকে আরও জোরদার ও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। দোষীদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণকে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে দ্রুত দুষ্কৃতকারীরা আইনের আওতায় আসে।

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে একটি অপপ্রয়াস। নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

উপদেষ্টা জানান, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের ধরলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এ সময় তিনি সকলের কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তিনি পুনর্ব্যক্ত করেন, আগ্নেয়াস্ত্র লাইসেন্সের ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের জন্য ছিল। এখন নির্বাচনের প্রার্থীরা আবেদন করলে লাইসেন্স প্রদান করা হবে।

একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিশ্চিত করা হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে