ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির ওপর হামলা, দোষীদের ধরিয়ে দিলে ৫০ লাখ পুরস্কার

২০২৫ ডিসেম্বর ১৩ ১৭:২০:৪৬
হাদির ওপর হামলা, দোষীদের ধরিয়ে দিলে ৫০ লাখ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় গুলিবিদ্ধ হওয়ার এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হামলাকারীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

এর আগে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তারে ডিএমপি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে মতিঝিল জোনের ডিসি (০১৩২০০৪০০৮০), পল্টন থানার ওসি (০১৩২০০৪০১৩২) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে