ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গভীর রাতে কলকাতায় মেসি, ভক্তদের উন্মাদনা

২০২৫ ডিসেম্বর ১৩ ১১:১৪:৪২
গভীর রাতে কলকাতায় মেসি, ভক্তদের উন্মাদনা

স্পোর্টস ডেস্ক: অবশেষে গভীর রাতে ভারতের মাটিতে পা রাখলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মধ্যরাত পেরিয়ে গেলেও তাঁকে এক নজর দেখতে কলকাতা বিমানবন্দরের বাইরে ও আশপাশের সড়কে ভিড় করেন অসংখ্য ভক্ত। বিমানবন্দর এলাকায় পৌঁছানোর পরপরই সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উচ্ছ্বাস ও আবেগঘন উন্মাদনা।

তবে কড়া ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমানবন্দর ত্যাগ করায় অনেক দর্শনার্থী হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রত্যাশা পূরণ না হওয়ায় একাংশ ভক্ত নিরাপত্তা ও আয়োজক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মেসি। দীর্ঘ সময় নিরাপত্তা প্রটোকলের মধ্যে থাকার পর রাত ৩টা ২২ মিনিটে বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে তিনি বের হন।

মেসি বের হতেই বিমানবন্দরের বাইরে জমে ওঠে উপচে পড়া ভিড়। আগে থেকেই জড়ো হওয়া সমর্থকেরা ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে স্লোগান ও উচ্ছ্বাসে মাতেন। মধ্যরাতের ক্লান্তি ভুলে গিয়ে তাঁকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেন তারা।

তবে এত অপেক্ষার পরও অধিকাংশ সমর্থক মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাননি। এতে অনেকের মধ্যে হতাশা দেখা যায়। কেউ কেউ আয়োজকদের ওপর দোষ চাপিয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও আয়োজকরা জানিয়েছেন, মাঠের অনুষ্ঠানে ভক্তদের মেসিকে দেখার সুযোগ থাকবে।

কলকাতা সফরকালে মেসির একটি ভাস্কর্য উন্মোচনেরও কথা রয়েছে। একই রাতে কলকাতায় পৌঁছান বলিউড তারকা শাহরুখ খান। তবে তিনি নিজস্ব ব্যক্তিগত বিমানে শহরে আসেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও দলের অধিনায়ক ছিলেন মেসি। দীর্ঘ বিরতির পর এবার তিনি ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে এসেছেন।

কলকাতা পর্ব শেষ করে মেসির হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। এরপর মুম্বাই হয়ে দিল্লি সফর শেষে তিনি ভারত ছাড়বেন। ইন্টার মায়ামির এই তারকার সফর ঘিরে দেশের বিভিন্ন শহরে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে