ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির উপর হামলাকারীদের তথ্য জানাতে পুলিশের অনুরোধ

২০২৫ ডিসেম্বর ১৩ ১৩:০০:৩৯
হাদির উপর হামলাকারীদের তথ্য জানাতে পুলিশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্তের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনসাধারণের সহায়তা চেয়েছে। পুলিশ অনুরোধ করেছে, হামলাকারীদের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অথবা মতিঝিল জোনের ডিসি ও পল্টন থানার ওসিকে জানান।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দু’জন দুর্বৃত্ত ওসমান হাদির ওপর হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই হামলাকারীদের ধরতে রাজধানীতে জোর অভিযানে নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি প্রাথমিক শনাক্তকরণ করা হয়েছে। ডিএমপি সেই ব্যক্তিকে দ্রুত খুঁজছে। পুলিশ জানিয়েছে, যেকোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিম্নলিখিত নম্বর বা ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হচ্ছে।

যেসব নম্বরে খবর দেওয়া যাবে, তা হলো—ডিএমপির মতিঝিল জোনের ডিসি: ০১৩২০০৪০০০৮০, এবং পল্টন থানার ওসি: ০১৩২০০৪০১৩২। পুলিশ নিশ্চিত করেছে যে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রাপ্য পুরস্কার দেওয়া হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে