ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কার্যক্রম স্থগিত করল হাদির ইনকিলাব কালচারাল সেন্টার

২০২৫ ডিসেম্বর ১৪ ১০:৪৯:১৮
কার্যক্রম স্থগিত করল হাদির ইনকিলাব কালচারাল সেন্টার

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তাঁর পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সেন্টারটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তারা একটি অত্যন্ত সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। সেন্টারের ভলান্টিয়ার ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় ব্যস্ত থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় আগামী এক সপ্তাহের জন্য সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টে আরও বলা হয়, এই কঠিন সময়ে সবার দোয়া ও সমর্থন কামনা করছে ইনকিলাব কালচারাল সেন্টার। আশাবাদ ব্যক্ত করে জানানো হয়, আল্লাহর রহমতে দ্রুতই এ সংকট কাটিয়ে উঠে আবার নিয়মিত কার্যক্রমে ফেরা সম্ভব হবে।

ইনকিলাব কালচারাল সেন্টার মূলত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাচর্চার প্ল্যাটফর্ম। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এটি প্রতিষ্ঠিত হয় এবং রাজধানীর বাংলামোটর এলাকায় এর নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতাল-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে