ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের আ-গু-ন

২০২৫ ডিসেম্বর ১৩ ১৮:৩১:২০
অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের আ-গু-ন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ‘জাবালে নুর টাওয়ার’-এ লাগা ভয়াবহ আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টা ৩ মিনিটে প্রায় ১২ ঘণ্টা চলা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর তারা প্রথম পায় ভোর ৫টা ৩৭ মিনিটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বশেষ মোট ২০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস জানায়, এই দুর্ঘটনায় ভবনে আটকে পড়া ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

জাবালে নূর টাওয়ারটি মূলত কয়েকটি সংযুক্ত ভবন নিয়ে গঠিত। তবে তাদের বেজমেন্ট একটির মধ্যে সীমাবদ্ধ। এটি বাণিজ্যিক ও আবাসিক উভয় ধরনের ব্যবহারপূর্ণ। প্রথম ও দ্বিতীয় তলায় ছোট ছোট গার্মেন্টস পণ্যের দোকান এবং ঝুট গোডাউন রয়েছে। উপরের তলায় আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানিয়েছেন, বেশিরভাগ দোকানের তালা এবং শাটার কেটে আগুন নেভাতে হয়েছে। এদিকে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে