ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আমি যা বলছিলাম তা ধীরে ধীরে সত্য হচ্ছে: তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ১৩ ২১:০০:৪৭
আমি যা বলছিলাম তা ধীরে ধীরে সত্য হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আগে বলেছিলাম—নির্বাচন সহজ হবে না, আর ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রতিক ঘটনা যেমন হাদিকে গুলি, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর হামলা, এসব প্রমাণ করছে যে আমি যা বলছিলাম তা ধীরে ধীরে সত্য হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালা তে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার সপ্তম দিনে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অংশ নেন।

তারেক রহমান বলেন, যদি আমরা নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না আনতে পারি, ঐক্যবদ্ধ না হতে পারি, দেশ ধ্বংসের মুখে পড়বে। প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি রক্ষা করেছে। কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশকে ধীরে ধীরে সংকট থেকে উত্তোলন করেছি।

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করলে চলবে না। আমাদের সাহসী হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং দেশের সাধারণ গণতন্ত্রকামী মানুষকে একত্রিত করতে হবে। যত আমরা এগিয়ে যাবো, ষড়যন্ত্রকারীরা ততই পিছু হটতে বাধ্য হবে।

ষড়যন্ত্রকারীদের ক্ষমতা ও প্রতিহত করার একমাত্র শক্তি বিএনপির কাছে আছে দাবি করে তারেক বলেন, চট্টগ্রাম ও ঢাকায় আমাদের প্রার্থীর ওপর হামলার ঘটনা দিয়ে কেউ ফায়দা লুটার চেষ্টা করছে।

কর্মশালায় তিনি বিএনপির প্রণীত পরিকল্পনা তুলে ধরেন। এসব পরিকল্পনায় অন্তর্ভুক্ত আছে খাল খনন, স্বাস্থ্য ও কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থা, বেকার সমস্যা, তথ্য প্রযুক্তি উন্নয়ন, বায়ু ও পানিদূষণ প্রতিরোধ ইত্যাদি।

তারেক রহমান বলেন, এখন সময় এসেছে ব্যক্তিগত লাভের চিন্তা না করে দেশের ও জাতির জন্য কাজ করার। আজ যদি আমরা দেশের জন্য কিছু করি, আগামী প্রজন্ম সন্তান, নাতি-নাতনি সুরক্ষিত ও ভালো অবস্থায় থাকবে। আমাদের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা।

তিনি আরও যোগ করেন, ঘরে বসে থাকার সময় নেই। আমাদের জিততে হবে এই যুদ্ধে। জয়ের সবচেয়ে বড় সহায়ক কে? জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই যুদ্ধে জয়ী হবো, এর কোনো বিকল্প নেই।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে