ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নাটকীয় গুঞ্জন

২০২৫ অক্টোবর ২৪ ১১:৪১:০১
অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নাটকীয় গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পদত্যাগ ও পরিবর্তনের গুঞ্জন তীব্র হচ্ছে। একাধিক উপদেষ্টা ইতোমধ্যে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষ করার পর দ্রুত পদত্যাগের পরিকল্পনা করছেন।

সম্প্রতি একজন প্রভাবশালী উপদেষ্টাকে একটি সংগঠনের আলোচনাসভায় আমন্ত্রণ জানানো হলে তার একান্ত সচিব (পিএস) দিনক্ষণ ও সম্মতি নাকচ করে দেন। তিনি জানান, “স্যার বলেছেন, এখন যাওয়ার সময় হয়েছে, গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে মনোযোগ দিন। আমরা আছি বা কদিন!” একই ধরনের ঘটনা সচিবালয়ের অন্যান্য দপ্তরেও দেখা গেছে।

দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে মন্ত্রণালয়গুলোর মধ্যে তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উপদেষ্টা পরিষদ নতুন করে গঠনের সম্ভাবনাও উড়িয়ে বলা হচ্ছে না।

রাজনৈতিক মহলের চাপও তীব্র। বিএনপি, জামায়াত ও এনসিপি সম্প্রতি বিতর্কিত বা দলীয় উপদেষ্টাদের সরানোর দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পর এই গুঞ্জন আরও চাউর হয়েছে।

একাধিক উপদেষ্টার একান্ত সচিব বলেন, “উপদেষ্টা স্যাররা আর কতদিন থাকবেন? আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। স্যার পদত্যাগ করলে আমাদেরও দায়িত্ব শেষ।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অনেক উপদেষ্টা ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও কিছু উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—কিছুদিন আগে পদত্যাগের পরামর্শ পেয়েছিলেন। মাহফুজ আলম নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন, আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন, যার মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি।

নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ প্রকাশিত হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলেছেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও বলেছেন, “উপদেষ্টা পরিষদে বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা জরুরি।”

এই পরিস্থিতিতে অনেক উপদেষ্টা সসম্মানে পদত্যাগের কথাও ভাবছেন। মন্ত্রণালয়গুলোতেও পদত্যাগের প্রস্তুতি শুরু হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে