ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

সরকারি আদেশ মানবে না, সেনাদের ভিডিও বার্তা ভাইরাল

২০২৫ অক্টোবর ১২ ১০:১৬:২৬
সরকারি আদেশ মানবে না, সেনাদের ভিডিও বার্তা ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে চলমান জেনারেশন জেড (জেন-জি) নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে সেনাবাহিনীর একাংশ একাত্মতা প্রকাশ করেছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সেনাসদস্যরা ঘোষণা দিয়েছেন, তারা জনগণের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ মানবেন না।

দেশটির উপকণ্ঠে সোয়ানিরানা ঘাঁটিতে শনিবার (১১ অক্টোবর) এক বৈঠকে সেনাবাহিনীর সদস্যরা স্পষ্টভাবে বলেন,“আমরা বন্ধুবান্ধব ও আত্মীয়দের গুলি করে বেতন নেব না। যাঁরা সহযোদ্ধাদের গুলি করতে বলেন, অস্ত্র তাক করুন তাদের দিকেই।”

এক ভিডিও বার্তায় সৈন্যরা বিমানবন্দরের দায়িত্বে থাকা সহকর্মীদের সব ধরনের বিমানের উড্ডয়ন বন্ধ রাখতে বলেন এবং অন্যান্য সামরিক ঘাঁটির সদস্যদের উদ্দেশে বলেন—“ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করুন, দরজা বন্ধ রাখুন এবং আমাদের নির্দেশনার অপেক্ষা করুন।”

বিক্ষোভকারীরা রাজধানীর আনোসি হ্রদের কাছে সেনাবাহিনীকে স্বাগত জানান করতালির মাধ্যমে। সৈন্যদের অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান।

২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই আন্দোলনের সূচনা হয়েছিল বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদ দিয়ে, যা এখন পূর্ণাঙ্গ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। শনিবারের বিক্ষোভকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্ববৃহৎ সমাবেশ হিসেবে বর্ণনা করেছেন আয়োজকরা।

এর আগে, বৃহস্পতিবার পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ও সাঁজোয়া যান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে বহু মানুষ আহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তা বাহিনীর নির্মমতা স্পষ্ট দেখা যায়।

জাতিসংঘ বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সংস্থার মতে, বিক্ষোভের শুরুর দিকেই কমপক্ষে ২২ জন নিহত হন। তবে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দাবি করেছেন, মাত্র ১২ জন নিহত হয়েছেন এবং তারা সবাই “লুটপাটকারী”।

প্রথমে নরম অবস্থানে থাকলেও প্রেসিডেন্ট পরে কড়া সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি সম্পূর্ণ মন্ত্রিসভা বরখাস্ত করে, ৬ অক্টোবর এক সামরিক কর্মকর্তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং নতুন মন্ত্রিসভায় সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অগ্রাধিকার দেন।

রাজোয়েলিনা বলেন,“দেশে আর কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মাদাগাস্কার স্বাধীনতার পর (১৯৬০ সাল) থেকে ঘন ঘন রাজনৈতিক অস্থিরতা দেখেছে। ২০০৯ সালের গণআন্দোলনের মাধ্যমে সেনাবাহিনীর সহায়তায় রাজোয়েলিনা ক্ষমতায় আসেন। তিনি ২০১৮ ও ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন, যদিও শেষ নির্বাচন বিরোধীদল বর্জন করেছিল।

বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর এই অবস্থান সরকারের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। বর্তমানে কতজন সৈন্য বিদ্রোহী অবস্থানে রয়েছেন, তা নিশ্চিত না হলেও অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের সংহতি নতুন রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে