ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

তারেক রহমানকে নিয়ে গুজবের জবাব দিল বিএনপি

২০২৫ অক্টোবর ১২ ০৯:১৬:০১
তারেক রহমানকে নিয়ে গুজবের জবাব দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসুস্থতার খবরকে “সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিমূলক” বলে দাবি করেছে দলটির মিডিয়া সেল।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, “এই ধরনের খবরের কোনো ভিত্তি নেই, এটি নিছক গুজব ও রাজনৈতিক অপপ্রচার।”

শনিবার (১১ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মিডিয়া সেল জানায়—“তারেক রহমান সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। প্রতিদিনের মতোই তিনি দলের কর্মকাণ্ড পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।”

দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন বলেন—“তারেক রহমানের অসুস্থতা নিয়ে কিছু অনলাইন পোর্টাল যে খবর প্রকাশ করেছে, তা মিথ্যা এবং মনগড়া। সাংবাদিকদের প্রতি অনুরোধ, তারা যেন সংবাদ পরিবেশনের আগে তথ্যের যথাযথ যাচাই করেন।”

বিএনপি দাবি করেছে, তারেক রহমানকে ঘিরে যেকোনো বিভ্রান্তিকর সংবাদ বা গুজব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।তারা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তি ও মাধ্যমগুলোকে সতর্ক করে দিয়েছে এবং জনগণকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে