ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

১০ বছর পর সেই রাতের স্মৃতিচারণ করলেন সালাহউদ্দিন আহমেদ

২০২৫ অক্টোবর ১২ ০৮:৫৯:২০
১০ বছর পর সেই রাতের স্মৃতিচারণ করলেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০১৫ সালে গুম হওয়ার পর ভারতের শিলংয়ে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন তিনি।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ। পরিবারের অভিযোগ ছিল, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান। প্রায় দুই মাস পর, ১১ মে ২০১৫ সালে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রকল্পের অংশ হিসেবে সিলেট সীমান্ত এলাকা পরিদর্শনে যান সালাহউদ্দিন। শনিবার (১১ অক্টোবর) সেই সফরে তিনি নিজের অভিজ্ঞতার কথা গণমাধ্যমে শেয়ার করেন।

সালাহউদ্দিন বলেন,“যেদিন আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়, আমি কিছুই বুঝতে পারিনি। মনে হয়েছিল, হয়তো আমাকে ক্রসফায়ারে নেওয়া হচ্ছে। এখন বুঝতে পারছি, সেই রাস্তা দিয়েই আমাকে সীমান্ত পার করে শিলংয়ে নেওয়া হয়েছিল।”

তিনি জানান,“শিলংয়ে চোখ খুলে দেখি আমি রাস্তায়। স্থানীয় পথচারী ও এলাকাবাসীর সহায়তায় পুলিশের কাছে পৌঁছাই। তবে এরপর আমাকে পাঠানো হয় একটি মানসিক হাসপাতালে। তখন মনে হয়েছিল, হয়তো বাকি জীবনটুকু সেখানেই কাটাতে হবে।”

সেই সময়ের আতঙ্ক, অনিশ্চয়তা ও ভবিষ্যতের ভয়াবহতার অনুভূতি আজও তাকে তাড়া করে ফেরে বলে জানান বিএনপি এই নেতা।

তিনি বলেন,“আজ এই পথ ঘুরে দেখার পর আবারও উপলব্ধি করছি—রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে মানুষের জীবন কখনোই নিরাপদ নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে