ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

২০২৫ অক্টোবর ০৭ ১৫:৪৯:৫৫
বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) করপোরেট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা মনোনয়ন পেয়েছেন। তিনি ব্যবসায়ী ইসফাক আহসান-এর জায়গায় এই পদে নিযুক্ত হলেন।

বিসিবি নির্বাচনের পরপরই এনএসসি ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন,“আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রুবাবা দৌলা। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশ-এ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে সিইও পদও।

ক্রীড়া সংগঠক হিসেবেও রয়েছে তার ব্যাপক অভিজ্ঞতা।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি

বর্তমানে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস বোর্ডের সদস্য

বিসিবিতে যোগদানের পর তিনি নারী ক্রিকেট বিভাগ পরিচালনার দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিসিবি নির্বাচনের পর এনএসসি থেকে দুজন পরিচালকের মনোনয়ন দেওয়া হয়— ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে মনোনয়নের পরপরই ইসফাক আহসানের রাজনৈতিক পরিচয় ও অতীত সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের জের ধরেই তাকে সরিয়ে রুবাবা দৌলাকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে