ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

২০২৫ অক্টোবর ০৭ ১৩:১৭:০৭
আমির হামজার বক্তব্য নিয়ে যা বললেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বিতর্কের পরে সম্প্রতি তিনি এক ওয়াজ মাহফিলে দাবি করেছিলেন, ‘১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি’। সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। এরপর তিনি ক্ষমাও চান।

তবে এবার নতুনভাবে আলোচনায় এসেছে তার একটি বিবৃতি, যেখানে তিনি বলেছেন, ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত নিশ্চিত’। এই বক্তব্য ঘিরে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এই বক্তব্যের সাথে একমত নন। সম্প্রতি এক টকশোতে শিশির মনির বলেন,“আমির হামজার আগের বিতর্কিত বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারপরও তিনি আবার নতুন একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। আমি মনে করি এটা সঠিক নয়। কেউ জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ বেহেশতের বাইরে যাবে—এ ধরনের প্রপাগান্ডা ঠিক নয়।”

শিশির মনির আরও বলেন, “আমি তার ওই বক্তব্য সুনির্দিষ্টভাবে শুনিনি। তবে আজকে আমি বিষয়টি যাচাই করে আমার সংগঠন ও দলের উচ্চপর্যায়ের নেতাদের কাছে তুলে ধরব। এমন বক্তব্য যদি কেউ দেয়, এমনকি আমি নিজে বলি, তা অবিলম্বে বন্ধ করা উচিত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে