ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

২০২৫ অক্টোবর ০৭ ১১:৩৬:২২
হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এক নতুন যুগের ফিচার আনতে চলেছে। সংস্থার সূত্রে জানা গেছে, গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার করতে শিগগিরই অ্যাপে চালু হতে যাচ্ছে ‘ইউজার নেম আইডেন্টিটি সিস্টেম’।

এ পর্যন্ত হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের মতো একটি ইউনিক ইউজার নেম তৈরি করতে পারবেন। এরপর সেই ইউজার নেম দিয়েই অন্যকে খুঁজে পাওয়া, মেসেজ পাঠানো এবং ফাইল শেয়ার করা যাবে, মোবাইল নম্বর প্রকাশের প্রয়োজন হবে না।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিটা ইউজারদের জন্য। সফল পরীক্ষার পর সবার জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে।

এর আগে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে ‘ট্রান্সলেট’ ফিচার, যার মাধ্যমে যেকোনো ভাষার মেসেজ সরাসরি অনুবাদ করা যায়। ব্যবহারকারী শুধু মেসেজে লং প্রেস করলেই ‘ট্রান্সলেট’ অপশন দেখতে পাবেন, যেখানে পছন্দের ভাষা বেছে নিয়ে অনুবাদ পাওয়া যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই দুই নতুন ফিচার হোয়াটসঅ্যাপকে আরও নিরাপদ, সুবিধাজনক এবং ব্যবহারবান্ধব করে তুলবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে