ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির নতুন দুই বিধিমালা অনুমোদন

২০২৫ অক্টোবর ০৭ ১৬:৪৪:৪৬
বিরোধ নিষ্পত্তিতে বিএসইসির নতুন দুই বিধিমালা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে বিনিয়োগকারী, স্টক ব্রোকার, স্টক ডিলার ও ইস্যুয়ার কোম্পানির মধ্যে লেনদেনসংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে দুটি নতুন বিধিমালা অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিএসইসির ৯৭৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

নতুন অনুমোদিত বিধিমালা দুটি হলো:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ডিসপিউট) রেগুলেশনস, ২০২৫

এই রেগুলেশন অনুযায়ী, কোনো বিনিয়োগকারীর সঙ্গে ব্রোকার, ডিলার বা ইস্যুয়ার কোম্পানির বিরোধ দেখা দিলে প্রথমে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে লিখিত আবেদন করতে হবে। এরপর গঠিত মেডিয়েশন বোর্ড সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করবে।সমঝোতা ব্যর্থ হলে বিষয়টি যাবে আরবিট্রেশন ট্রাইব্যুনালে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে বাধ্যতামূলক রায় প্রদান করবে।

বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, “নতুন এই বিধিমালা বাস্তবায়িত হলে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত হবে এবং বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগের ওপর চাপ কমবে।”

এই নতুন কাঠামোর ফলে বিনিয়োগকারীদের আর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় যেতে হবে না বা বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। এতে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো হেলাল আহমেদ জনি বলেন, “এই প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি স্বয়ংসম্পূর্ণ হবে। ব্রোকারেজ হাউসগুলো আরও দায়বদ্ধ হবে এবং নিয়ন্ত্রক সংস্থার ওপর নির্ভরতা কমবে।”

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ শেয়ারবাজারকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তরিত করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে