ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

এক এগারোর সরকার নিয়ে যা বললেন তারেক রহমান

২০২৫ অক্টোবর ০৭ ১৫:১৭:০১
এক এগারোর সরকার নিয়ে যা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ’ বলে আখ্যায়িত করেছেন।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ন তুলে ধরেন।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “একটু পেছনে তাকাতে চাই। সেনাসমর্থিত এক-এগারোর সরকারের সময়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?”

প্রথমে প্রশ্নটি শুনে তারেক রহমান হালকা হাসি দিয়ে বলেন, “ভাই, আমরা তো সামনে যেতে চাই। আপনি পেছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে।”

তবে পরে প্রশ্নের উত্তরে তিনি বলেন,“সংক্ষেপে বললে, এক-এগারোর সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যের সরকার। তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। ভুল-ত্রুটি থাকা সত্ত্বেও দেশের রাজনীতির যে ভিত্তি গড়ে উঠছিল, সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে বিরাজনীতিকরণ ঘটাতে চেয়েছিল। দেশকে তারা এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চেয়েছিল।”

তিনি আরও বলেন,“পরবর্তীতে আমরা দেখেছি, হয়তো সেই একই শক্তি ভিন্ন রূপে আবার আবির্ভূত হয়েছে—গণতন্ত্রের নামে।”

২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সময় তারেক রহমান গ্রেফতার হন এবং অভিযোগ রয়েছে যে, তাকে জেলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ২০০৮ সালে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই প্রবাসে অবস্থান করছেন।

এই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি মুখোমুখি হলেন তারেক রহমান।

দুই পর্বের এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ অংশটি মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ করে বিবিসি বাংলা। এতে এক-এগারোর সরকার ছাড়াও আলোচিত হয় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, দলীয় সংস্কার, ও বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে