ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

২০২৫ অক্টোবর ০৭ ১৬:০৭:০২
ডিএমপির পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক দুইটি আদেশে সোমবার (৬ অক্টোবর) এই পদায়ন করা হয়।

যাদের পদায়ন করা হয়েছে:

১. মুঈদ মোহাম্মদ রুবেল

আগের পদ: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস, ডিএমপি)

নতুন দায়িত্ব: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম), পূর্ব বিভাগ।

২. মোহাম্মদ বেলায়েত হোসাইন

আগের পদ: সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা-মতিঝিল বিভাগ

নতুন দায়িত্ব: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ।

৩. মো. আকতারুজ্জামান

আগের পদ: সহকারী পুলিশ কমিশনার, যাত্রাবাড়ী ট্রাফিক জোন

নতুন দায়িত্ব: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, প্রসিকিউশন বিভাগ।

অন্য দুই কর্মকর্তার পদায়ন:

৪. ফারজানা হক

নতুন পদ: সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), ধানমন্ডি জোন, রমনা বিভাগ।

৫. মো. আব্দুল্লাহেল বাকী

নতুন পদ: সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), যাত্রাবাড়ী জোন, ওয়ারী বিভাগ।

এই পরিবর্তনগুলো ঢাকা মহানগর পুলিশের কার্যক্রমে গতিশীলতা এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে