ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

রুমিন ফারহানার মাধ্যমে উঠে এল সরকারের নয়া স্ট্র্যাটেজি

২০২৫ অক্টোবর ০৭ ১৫:১১:৪১
রুমিন ফারহানার মাধ্যমে উঠে এল সরকারের নয়া স্ট্র্যাটেজি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দেশের রাজনৈতিক পরিবেশে বিএনপি-র বিরুদ্ধে “চাঁদাবাজি” সংক্রান্ত নেতিবাচক উপলব্ধি তৈরি করানো হচ্ছে অংশে সরকারীয় কৌশল হিসেবে। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ ধরনের অভিযোগ তুলেছেন।

রুমিন বলেন, “আমাদের সাড়ে সাত হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে; তবে সবকিছুর কারণ ভাঙড়া বা চাঁদাবাজি নয় — অনেক ক্ষেত্রেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নির্দেশ না মানা ইত্যাদি কারণে পদ স্থগিত বা বহিষ্কার হয়েছে।” তিনি বলেন, বিএনপি কখনওই অপরাধীর ক্ষেত্রে আইনের প্রয়োগ বন্ধ দাবী করেনি—“যদি কেউ অপরাধ করে, তার বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তার হওয়া উচিত” — কিন্তু বর্তমানে আইন প্রয়োগে পক্ষপাতিতার আভাস রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিন আরও দাবি করেন, দেশের অভ্যন্তরীণ অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকারের। সেই দায়বদ্ধতা পালনের বদলে, সরকার ‘চাঁদাবাজদের বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না’—ফলে জনগণের মধ্যে বিএনপির বিরূদ্ধে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তিনি বলেন, “পলিটিক্সে পারসেপশনের গুরুত্ব অনেক। সরকার চায় বিএনপি-কে চাঁদাবাজি করে প্রদর্শিত করা হোক; এজন্যই তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”

সোশ্যাল মিডিয়ায় বিট আইডি‑ভিত্তিক প্রচারণা প্রসঙ্গে রুমিন বলেন, “শত শত বট আইডি আছে—একজন কর্মীর হাজারটা বট আইডি থাকতে পারে—যা দলের বিরুদ্ধে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চরিত্রহানিতে ব্যবহার করা হচ্ছে। বিএনপি এমন কোনো ব্যবস্থা চালায়নি; যদি তা দেখা যায়, আমরা দায় স্বীকার করব।”

একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অভ্যন্তরীণ অভিযোগে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। রুমিন উদ্ধৃত করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই বলে এসেছেন—যদি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, কোনও নেতাকর্মীর বিরুদ্ধে যে কোনো প্রমাণিত অভিযোগ উঠে তা নিয়ে দল নিজে আইনগত ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্টকে দল থেকে বহিষ্কার করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে