ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

উপদেষ্টার পুরনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

২০২৫ অক্টোবর ০৭ ১৫:২৬:৫১
উপদেষ্টার পুরনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন বর্তমানে পর্দায় তেমন সক্রিয় না হলেও, সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয়। বিভিন্ন সময় শোবিজ অঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক প্রসঙ্গেও সরব থাকেন তিনি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড ও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে মাঝেমধ্যে খোঁচা দিতে দেখা যায় তাকে।

সর্বশেষ, সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করে তেমনই এক পরোক্ষ বার্তা দিলেন শাওন।

মঙ্গলবার (৭ অক্টোবর) শাওন ফারুকীর ২০১৫ সালের ১৪ ডিসেম্বরের একটি স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করেন। সেই পোস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বের প্রশংসা করে ফারুকী লিখেছিলেন:"এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন।

প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ, যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।

গাউসুল আলম শাওন, তুই এমনিতেই খাটো। ধন্যবাদ দেওয়া কি ঠিক হবে?"

পোস্টের নিচে তিনি আরও লেখেন:“বিঃদ্রঃ কেন এই ধন্যবাদ—এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।”

এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শাওন ক্যাপশনে লেখেন:“এটা একটা ধন্যবাদ বার্তা।”

তার পোস্টের ভাষা ও ভঙ্গি থেকেই বোঝা যায়, এটি ফারুকীকে উদ্দেশ্য করে এক ধরনের ব্যঙ্গাত্মক খোঁচা। মন্তব্যের ঘরেও বিষয়টি স্পষ্ট করে বলেন শাওন।

একজন অনুরাগী মন্তব্য করলে, তার উত্তরে শাওন লেখেন:“না মানে, গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন, সেটাই দেখছি। ফ্যাসিস্টের দোসর ট্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে