ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

নরেন্দ্র মোদি র‌্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেবেন

২০২৫ অক্টোবর ০৭ ১৫:০২:৩১
নরেন্দ্র মোদি র‌্যাম্পে হাঁটলে ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে দেবেন

নিজস্ব প্রতিবেদক : বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বরাবরই তাঁর স্পষ্টভাষী মন্তব্যের জন্য আলোচিত। এবার তিনি আলোচনায় এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা এক মজার মন্তব্যে।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে ‘শো-স্টপার’ হিসেবে অংশ নেন কঙ্গনা। শো চলাকালে তাকে জিজ্ঞেস করা হয়, “রাজনীতিকদের মধ্যে কে সবচেয়ে ভালোভাবে র‌্যাম্পে হাঁটতে পারবেন?” উত্তরে কঙ্গনা বলেন:“অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্টাইল, ব্যক্তিত্ব ও শিষ্টাচার অসাধারণ। উনি যদি র‌্যাম্পে হাঁটেন, তাহলে ফ্যাশন দুনিয়াকে কাঁপিয়ে দেবেন।”

তিনি আরও যোগ করেন, “উনি শুধু পোশাক নয়, সমাজ ও রাজনীতি—সব ক্ষেত্রেই সজাগ ও সচেতন। এটাই একজন পরিপূর্ণ শো-স্টপারের বৈশিষ্ট্য।”

কঙ্গনার উপস্থিতি ও নেটিজেনদের প্রতিক্রিয়া

ফ্যাশন শোতে কঙ্গনা পরেছিলেন আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি, ম্যাচিং ব্লাউজ এবং ভারী সোনার গহনা। বহুদিন পর র‌্যাম্পে ফেরায় দর্শকরা মুগ্ধ হন।

নেটিজেনরা সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন কঙ্গনাকে। কেউ লিখেছেন, “ওয়ান্স আ কুইন, অলওয়েজ আ কুইন”, আরেকজন বলেন, “র‌্যাম্পে তাকে হারাতে পারবে না কেউ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে