ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন প্রজ্ঞাপনে মামলা থাকলেই এমপি হওয়া যাবে না

২০২৫ অক্টোবর ০৭ ১৫:০৯:০৬
নতুন প্রজ্ঞাপনে মামলা থাকলেই এমপি হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আজ (৭ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংশোধিত আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে কেউ সংসদ সদস্য (এমপি) হওয়ার বা থাকা যাবে না।

সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ বা এমপি হওয়া বা থাকা থেকে অযোগ্য হবে।

সেই সঙ্গে স্থানীয় সরকার, কমিশনার, মেয়র, প্রশাসক, সিটি কর্পোরেশন পদ, সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদে নিয়োগ নেওয়ার অধিকারও থাকবে না।

তবে যদি ট্রাইব্যুনালে অভিযোগকারীর বিরুদ্ধে খালাস বা অব্যাহতি পাওয়া যায়, তাহলে এই ধারা প্রযোজ্য হবে না।

এই আইন প্রণয়ন আইন মন্ত্রিসভা স্বীকৃতি দিয়ে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গণে শোরগোল সৃষ্টি করেছে এবং সরকারের নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার স্বচ্ছতার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে