ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর 

২০২৫ অক্টোবর ০৭ ১২:৫৭:৩১
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর 

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। এখন থেকে তারা মাসিক ১ হাজার ৫০০ টাকা করে এই ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা গত ৩০ সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুমোদন দেয়। পরে ৫ অক্টোবর অর্থ বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভাতা প্রাপ্তির সুযোগ মিলবে। ভাতা প্রদান সংক্রান্ত ক্ষেত্রে বিদ্যমান আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এছাড়া অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায় বহন করতে হবে, এমন সতর্ক বার্তাও উল্লেখ রয়েছে পরিপত্রে।

নতুন এই ভাতা প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জারি করা আদেশের তারিখ থেকেই কার্যকর হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সরকারি আদেশ (জিও) জারি করে চারটি অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছে।

এদিকে, কিছু শিক্ষক সংগঠন ভাতার পরিমাণ আরও বাড়ানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে