ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন দুটি টিভি চ্যানেল পেল অনুমোদন

২০২৫ অক্টোবর ০৭ ১৩:১৩:২১
নতুন দুটি টিভি চ্যানেল পেল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুইটি নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ জুন ‘নেক্সট টিভি’র অনুমোদন দেয়া হয়। এই চ্যানেলটির মালিক প্রতিষ্ঠান ‘৩৬ মিডিয়া লিমিটেড’, যার সদর দফতর পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে অবস্থিত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

অপরদিকে, ‘লাইভ টিভি’ চ্যানেলটির অনুমোদন পাওয়া সময় ১৪ জুলাই। এই চ্যানেলের মালিক ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’, যার ঠিকানা গুলশান-১, ১৪৩ নম্বর সড়কে। এ প্রতিষ্ঠানের মালিক আরিফুর রহমান জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দুই চ্যানেল দেশের মিডিয়া পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে