ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

এই ৩ বিপদ জানলে আর কাপড় খুলে গোসল করবেন না

২০২৫ অক্টোবর ০৭ ১৫:৫৭:৪৯
এই ৩ বিপদ জানলে আর কাপড় খুলে গোসল করবেন না

নিজস্ব প্রতিবেদক : অনেকেই ঘরে একা থাকলে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে গোসল করেন। যদিও বিষয়টি সাধারণ মনে হলেও ইসলামি দৃষ্টিকোণ থেকে এটি মোটেই ঠিক নয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা ও পর্দার গুরুত্ব বলেছেন— এমনকি একা অবস্থাতেও।

ইসলামে পর্দা শুধু মানুষের সামনে নয়, বরং আল্লাহর উপস্থিতি ও সদিচ্ছার স্মরণেও। তাই বাথরুমে খোলামেলা গোসল বা কাপড় পুরোপুরি খুলে থাকার অভ্যাস ইসলামি শরিয়তে নিরুৎসাহিত।

রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ কালবেলার পাঠকদের জানান, বাথরুমে খোলামেলা গোসল করলে তিনটি বড়ো ধরনের ক্ষতি হতে পারে। চলুন দেখি সেই বিপদগুলো কী—

১. বদজ্বিনের আক্রমণ

বদজ্বিন ও শয়তান বাথরুমে বেশি থাকে। নবীজির নির্দেশিত দোয়া পড়ে বাথরুমে প্রবেশের কারণও এই। যারা গোসলের সময় পুরোপুরি উলঙ্গ থাকেন, তাদের গোপনাঙ্গ নিয়ে বদজ্বিন ও শয়তান খেলা করে বলে মুফতি শহিদ বলেন। তাই শারীরিক ও আত্মিক নিরাপত্তার জন্য গোসলের সময় শরীরের কিছু অংশ ঢেকে রাখা জরুরি।

২. হাতের যেনা বা হস্তমৈথুনের প্রবণতা

বাথরুমে খোলামেলা অবস্থায় গোপনাঙ্গের দিকে বেশি নজর গেলে শয়তান মনকে হস্তমৈথুনের দিকে প্রভাবিত করতে পারে। এই পাপ থেকে রক্ষা পেতে হলে গোসলের সময় বিবেচনা ও শালীনতা বজায় রাখা প্রয়োজন।

৩. লজ্জার ক্ষয় ও সামাজিক ক্ষতি

লজ্জা ঈমানের একটি অংশ। নিয়মিত খোলামেলা গোসলের অভ্যাস লজ্জাবোধ কমিয়ে দেয় এবং পাপের দিকে আকৃষ্ট করে। সামাজিকভাবে নির্লজ্জ আচরণের প্রবণতাও বেড়ে যায়। এছাড়া, অনেক ইসলামি স্কলারের মতে, খোলামেলা গোসলের সময় গোপনাঙ্গের দিকে অতিরিক্ত নজর দিলে চোখের জ্যোতি ও মেধাশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

ইসলামে পর্দা কেবল বাহ্যিক নয়, অন্তরের বিশুদ্ধতাও এর অংশ। মহানবী (সা.) বলেছেন, পর্দা ও শালীনতা জীবনের প্রতিটি ক্ষেত্রে পালনীয়। তাই বাথরুমেও সম্মান ও সন্মানজনক ভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে