ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

১.২০ কোটি শেয়ার ছাড়লেন কোম্পানির উদ্যোক্তা, বাজারে উদ্বেগ

২০২৫ অক্টোবর ০২ ০০:৩৯:৫৩
১.২০ কোটি শেয়ার ছাড়লেন কোম্পানির উদ্যোক্তা, বাজারে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. সৈয়দ মুনসিফ আলী সম্প্রতি চার ধাপে ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, তিনি মোট ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে তার হাতে অবশিষ্ট রয়েছে মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার।

ডিএসই সূত্র জানায়, প্রথম দফায় তিনি ২৬ আগস্ট ২০২৫ তারিখে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন এবং ৪ সেপ্টেম্বর বিক্রি সম্পন্ন করেন। দ্বিতীয় দফায় ৯ সেপ্টেম্বর আরও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে ১৫ সেপ্টেম্বর তা বিক্রি শেষ করেন।

তৃতীয় ধাপে তিনি ২১ সেপ্টেম্বর আবারও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। পরে ২৮ সেপ্টেম্বর সকালে এই শেয়ার বিক্রি সম্পন্ন হয়। সর্বশেষ, ২৯ সেপ্টেম্বর বিকেলে তিনি চতুর্থ দফায় আরও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন, যা ৩০ অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে, সৈয়দ মুনসিফ আলীর হাতে আগে মোট ১ কোটি ৪৩ লাখ ৪ হাজার ৬৪৫টি শেয়ার ছিল। চার দফায় ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রির পর এখন তার হাতে অবশিষ্ট আছে মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোক্তা পরিচালক পর্যায়ে এ ধরনের ধারাবাহিক শেয়ার বিক্রি বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, সব লেনদেনই আইনসঙ্গত ও নিয়ম মেনেই সম্পন্ন হচ্ছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে