ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

‘শাপলা’র ৭ ধরনের নমুনা পাঠালো এনসিপি

২০২৫ অক্টোবর ০৭ ১৬:৫৬:২৪
‘শাপলা’র ৭ ধরনের নমুনা পাঠালো এনসিপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘শাপলা’ প্রতীক চেয়ে চিঠি দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়, যেখানে দলটি তাদের পছন্দের ৭ ধরনের শাপলা প্রতীকের নমুনা তুলে ধরেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রদত্ত নমুনার পাশাপাশি শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনা নিয়েও আলোচনা করতে তারা প্রস্তুত।

এর আগে, ২২ জুন ২০২৫ তারিখে এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে এবং দলের পক্ষে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরবর্তীতে, ৩ আগস্ট ২০২৫ তারিখে দলটি নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করে তাদের পছন্দ হিসেবে ১) শাপলা, ২) সাদা শাপলা, এবং ৩) লাল শাপলা উল্লেখ করে।

এছাড়াও, চিঠিতে বলা হয়েছে যে, শাপলা প্রতীক হিসেবে গ্রহণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক পরিবর্তিত (ডিস্টর্টেড) নমুনা গ্রহণ নিয়ে এনসিপি সবসময় আলোচনা করতে ইচ্ছুক।

নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির পরবর্তী বৈঠকে দলটি জাতীয় প্রতীকে থাকা শাপলার পরিবর্তে ভিন্ন ভিন্ন কয়েকটি নমুনা উপস্থাপন করেছে, যার সাতটি নমুনা ছবি তারা ইসিকে পাঠানো চিঠিতে সংযুক্ত করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে