ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ব্যক্তির নামে স্কুল-কলেজ হলে নতুন নির্দেশনা

২০২৫ অক্টোবর ০৭ ১৩:০৩:৩১
ব্যক্তির নামে স্কুল-কলেজ হলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম যদি স্থানের পরিবর্তে ব্যক্তির নামে প্রস্তাব করা হয়, তাহলে এর কারণ লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি নির্দেশনার আলোকে মাউশির মানবসম্পদ ইউনিটের পরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, যেসব প্রতিষ্ঠান তাদের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছে, এবং সেই প্রস্তাবনায় ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, তাদেরকে নিকোশ ব্যান ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে সফট কপি পাঠাতে হবে।

ই-মেইল পাঠানোর ঠিকানা: [email protected]

সময়সীমা: পত্র জারির পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে

কোন প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে?

মাউশির পত্র অনুযায়ী, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে:

হাজী সেলিম ডিগ্রি কলেজ (ঢাকা, লালবাগ)

প্রস্তাবিত নাম: মেট্রোপলিস ডিগ্রি কলেজ

মাউশি: স্থানের নামে নামকরণ করা যেতে পারে

শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ (পল্লবী, ঢাকা)

প্রস্তাবিত নাম: প্রমিনেন্ট টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

মাউশি: স্থাননির্ভর নামকরণ যুক্তিসঙ্গত

বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ (আগৈলঝাড়া, বরিশাল)

প্রস্তাবিত নাম: বাশাইল কলেজ

মাউশি: স্পষ্টীকরণ প্রয়োজন

আলী আশরাফ মহাবিদ্যালয় (দৌলতখান, ভোলা)

প্রস্তাবিত নাম: দলিল উদ্দিন খায়ের হাট মহাবিদ্যালয়

মাউশি: স্থানের নামে নামকরণ করা যেতে পারে

বেগম রহিমা ইসলাম কলেজ (চরফ্যাশন, ভোলা)

প্রস্তাবিত নাম: শশীভূষণ কলেজ

মাউশি: বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন

এ সংক্রান্ত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণে অযৌক্তিক বা রাজনৈতিক প্রভাব এড়াতে শিক্ষা মন্ত্রণালয় সংবেদনশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দিয়েছে। ফলে এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে