ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ভারতে বিজেপির তোপের মুখে জয়া আহসান

২০২৫ অক্টোবর ০৭ ১১:২৬:৫৭
ভারতে বিজেপির তোপের মুখে জয়া আহসান

নিজস্ব প্রতিবেদক : দুর্গাপুরে দুর্গাপূজা কার্নিভালে অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানে জয়া আহসানের রবীন্দ্রসংগীত পরিবেশনের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থকরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

বিজেপি কর্মীদের অভিযোগ, একজন বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপূজার কার্নিভালে এনে মা দুর্গাকে অপমান করা হয়েছে। তাদের মতে, এটি সংস্কৃতির অবমাননা। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও এর আগে ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে একই ধরনের আপত্তি তুলেছিলেন। এমনকি জুলাই মাসে তৃণমূল নেত্রী ও কলকাতা নারী কাউন্সিলর জুই বিশ্বাসও জয়ার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ভারতের নেটিজেনরাও বিজেপির সমালোচনা করে প্রশ্ন তোলেন, জয়ার উপর বিজেপির এত রাগ কেন? অনেকে মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং শেখ হাসিনার ক্ষমতার চ্যুতিকে কেন্দ্র করে বিজেপির কূটনীতি প্রবলভাবে মার খেয়েছে। তাই এখন তারা বাংলাদেশিদের সহ্য করতে পারছে না বলে অভিযোগ ওঠে। তবে এই অভিযোগের কোনো সঠিক তথ্য নেই। জয়ার ওপর এই আক্রমণ বিজেপির উগ্রবাদিতার জ্বলন্ত প্রমাণ বলে মন্তব্য করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে