ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

ফ্লোটিলা থেকে আটক জামায়াতের সাবেক সিনেটর 

২০২৫ অক্টোবর ০২ ১৯:০৮:১২
ফ্লোটিলা থেকে আটক জামায়াতের সাবেক সিনেটর 

নিজস্ব প্রতিবেদক : ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে পাকিস্তানের জামায়াতে ইসলামী (জেআই)-এর সাবেক সিনেটর মোশতাক আহমদ খানকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তিনি ছিলেন গাজার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী বহরে পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান।

সংবাদটি নিশ্চিত করেছে পাক-ফিলিস্তিন ফোরাম, একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাক-ফিলিস্তিন ফোরাম জানায়—“সিনেটর মোশতাক আহমদ খানকে ইসরায়েল গ্রেপ্তার করেছে। আমাদের প্রতিনিধিদের মধ্যে কেবল পর্যবেক্ষক নৌকাটি পালিয়ে যেতে পেরেছে। সেই নৌকাতেই ছিলেন সাইয়্যেদ উজায়ের নিজামী, যিনি এই খবর আমাদের নিশ্চিত করেছেন।”

জেআই প্রধান হাফিজ নাঈমুর রহমান বহরে থাকা সকল কর্মীর সাহসিকতায় শ্রদ্ধা জানিয়ে বলেন—“আমরা গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আগামীকাল দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করব।”

তিনি আরও বলেন,“জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেন।”

সাবেক পিটিআই সিনেটর ফয়সাল জাভেদ খান এক্স-এ লিখেছেন—“আসুন, আমরা সবাই ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানাই। শান্তিপ্রিয় মানবতাবাদীদের বিরুদ্ধে এমন হামলা মেনে নেওয়া যায় না।”

মানবাধিকারকর্মী ও আইনজীবী জিবরান নাসির লিখেছেন—“ফ্লোটিলায় থাকা মানুষগুলোর কাছে ছিল শুধু সাহস আর নৌকায় ছিল ত্রাণসামগ্রী। অথচ আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) তাদের আক্রমণ করেছে।”

তিনি আরও যোগ করেন,“আজ একমাত্র ভরসা সারা পৃথিবীর সাধারণ মানুষ।”

বুধবার ইসরায়েল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান আটক করে।সেখানে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি নৌবাহিনী বহর ঘিরে ফেলে ও জোরপূর্বক থামায়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ আরও বহু ইউরোপীয় প্রতিনিধি ও মানবাধিকারকর্মী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে