ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হয়রানি ও দুর্নীতি: এনবিআর'কে কাঠগড়ায় তুললেন ব্যবসায়ীরা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৩:৫২:৩১
হয়রানি ও দুর্নীতি: এনবিআর'কে কাঠগড়ায় তুললেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দফতরে আয়োজিত বুধবার (১০ সেপ্টেম্বর) এক শুনানিতে দেশের ব্যবসায়ীরা রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ করেছেন। এই অনুষ্ঠানে ব্যবসায়ীরা এনবিআরকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করার জন্যও দায়ী করেন।

জেসিস সুজ-এর ব্যবস্থাপনা পরিচালক নাসির খান অভিযোগ করে বলেন, "এনবিআর কর্মকর্তারা রপ্তানিকারক ও আমদানিকারকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।" তিনি আরও বলেন, হাইকোর্ট যখন এসব মিথ্যা মামলা থেকে কোম্পানিগুলোকে মুক্তি দেয়, তখন এর জন্য দায়ী রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশের আইন অনুযায়ী, মিথ্যা মামলা দায়ের করা একটি অপরাধ। যদি কেউ মিথ্যা মামলা করে, তবে তার কেন শাস্তি হবে না?"

নাসির খান আরও অভিযোগ করেন, ত্রুটিপূর্ণ রাজস্ব কাঠামোর কারণে তিনি ৩৫ বছর ধরে জুতা রপ্তানি করা সত্ত্বেও তার ব্যবসা বড় হচ্ছে না। তিনি বলেন, “সবার ঋণখেলাপি হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে এনবিআর। আপনারা আমাদের প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছেন, যেন আমরা বনসাই হয়ে আছি।”

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর এক জরিপ অনুযায়ী, তিন-চতুর্থাংশ বা ৭২ শতাংশের বেশি প্রতিষ্ঠান ঘুষ ও হয়রানিকে ব্যবসা সম্প্রসারণের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। আরও ৮২ শতাংশ বলেছে, বর্তমান কর হার অযৌক্তিক।

অযৌক্তিক কর ও দুর্নীতি

একটি শীর্ষস্থানীয় স্টিল মিলের প্রতিনিধি অভিযোগ করেন, চট্টগ্রাম কাস্টমস ইচ্ছাকৃতভাবে তাদের পণ্য বেসরকারি কন্টেইনার ডিপোতে পাঠিয়ে দেয়, যা খরচ ও বিলম্ব বাড়ায়।

বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জুয়েল বলেন, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টার্নওভার কর। তিনি জানান, ভারী শিল্পে লাভ কম হলেও টার্নওভার বেশি থাকে, যা তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ রিফান্ড পেতে দীর্ঘসূত্রিতার অভিযোগ করেন। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, “এনবিআর কর্মকর্তারা টাকা আদায় করেন। মোট ভ্যাট ও করের ২০ শতাংশ মাত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, বাকিটা এনবিআর কর্মকর্তা ও ব্যবসায়ীদের যোগসাজশে দুর্নীতিতে চলে যায়।"

এনবিআর চেয়ারম্যানের বক্তব্য

ব্যবসায়ীদের অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, "ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কষ্টার্জিত আয়ের একটি অংশ কর হিসেবে দেয়, কিন্তু তারা প্রায়শই মনে করে যে এর বিনিময়ে তারা সঠিক সেবা বা সুবিধা পাচ্ছে না।" তিনি স্বীকার করেন, টার্নওভার কর একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে, তবে এটি রাজস্ব ঘাটতি মেটাতে ব্যবহৃত হয়।

চেয়ারম্যান বলেন, "আমাদের রাজস্ব বাড়াতে হবে, এটাই বাস্তবতা। সবাইকেই অবদান রাখতে হবে। একটি জাতি হিসেবে আমরা এখন অনেক ঋণগ্রস্ত।"

তিনি আরও বলেন, এনবিআর এখন ব্যবসায়ীদের জন্য নিয়ম সহজ করতে কিছু সংস্কার আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে: ব্যাংক গ্যারান্টির অধীনে কাঁচামাল ছাড়ের অনুমতি দেওয়া, বন্ড অটোমেশন চালু করা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (Grievance Redress System) কার্যকর করা। তিনি ব্যবসায়ীদের প্রতি এই প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে