ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অপু বিশ্বাসের নতুন দলবদল নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:২১:৪৩
অপু বিশ্বাসের নতুন দলবদল নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, যিনি আগে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার সম্ভাবনাও ছিল, এখন দেখা গেল বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেখানে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেনও।

অপু বিশ্বাস মঞ্চ থেকে বলেন, তিনি ঢাকা থেকে সাত ঘণ্টা পথ পাড়ি দিয়ে সেখানে এসেছেন এবং শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা পাওয়ায় কৃতজ্ঞ। তিনি বিশেষভাবে খোকসায় প্রথমবার আসার জন্য খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনকে ধন্যবাদ জানান।

এর আগে তিনি নিয়মিত আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন, তবে এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এ প্রসঙ্গে অন্য জনপ্রিয় অভিনেত্রী পরীমণি নানা বিস্ফোরক মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে