ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি হলো বিশেষ সতর্কতা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৫:০৬:২৪
অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি হলো বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : উপজেলা পর্যায়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে জনমনে চরম বিভ্রান্তি, অবশেষে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারি হলো বিশেষ সতর্কতা।

সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলা এলাকায় ছড়িয়ে পড়েছে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, যার মাধ্যমে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি একেবারেই প্রতারণামূলক।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়—“সম্প্রতি ‘উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে মহাখালী, ঢাকা ঠিকানা ব্যবহার করে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে।"

এই ভুয়া বিজ্ঞপ্তিতে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে চাকরির কথা বলা হয়েছে। এমনকি এতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নাম ও স্বাক্ষরও জাল করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নয়।বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এই বিজ্ঞপ্তিতে সাড়া না দিতে অনুরোধ জানানো হয়েছে।সাধারণ জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে না পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়—"প্রতারক চক্রকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের প্রতারণা বন্ধে সবাইকে সচেতন ও সহযোগী হতে হবে।"

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে