ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের পথেই হাঁটছে ইন্দোনেশিয়ার ছাত্র-জনতা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৫:৫২:০৭
বাংলাদেশের পথেই হাঁটছে ইন্দোনেশিয়ার ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক : তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনে ক্ষমতায় এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। তবে মাত্র এক বছরের মাথায় সেই তরুণরাই এখন তাঁর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ সম্প্রতি সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতা ঘোষণা ঘিরে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

আন্দোলনের সূচনা ও নিহত আফান কুর্নিয়াওয়ান

গত ২৫ আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস মোড় নেয়। ২৮ আগস্ট, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িচাপায় নিহত হন ২১ বছর বয়সী ফুড ডেলিভারি কর্মী আফান কুর্নিয়াওয়ান। এই মৃত্যুই আন্দোলনকে আরও তীব্র করে তোলে। আফান দ্রুত বিক্ষোভের প্রতীকে পরিণত হন।

বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে

জাকার্তায় শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়ে বান্দুং, মাকাসার, বালি, সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তানসহ ইন্দোনেশিয়ার প্রায় সব প্রদেশে। বহু জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ এবং শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন।

বিশ্ববিদ্যালয় এলাকার কাছে পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ার ঘটনা প্রথমবারের মতো ঘটেছে, যা ছাত্রসমাজকে আরও বিক্ষুব্ধ করেছে।

সহিংসতা, হতাহত ও আটক

গত এক সপ্তাহে বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,০০০ জন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩,০০০ জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা সরকারি অফিস, সংসদ ভবন, এমনকি কিছু রাজনীতিকের বাড়িতেও হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ও পদক্ষেপ

চাপে পড়ে প্রেসিডেন্ট প্রাবোবো নিহত আফান কুর্নিয়াওয়ানের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষমা চান। তিনি সংসদ সদস্যদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করেন এবং বিতর্কিত ভাতা কমানোর ঘোষণা দেন। তবে আন্দোলনকারীরা বলছেন, এসব পদক্ষেপ যথেষ্ট নয়।

তাদের অভিযোগ, বরং পুলিশি নির্যাতনের মাত্রা বেড়েছে। সেনা ও পুলিশকে টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি রাতের আঁধারে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্রেসিডেন্ট প্রাবোবো বলেছেন, "বিক্ষোভে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন পাওয়া যাচ্ছে। সরকার এসব বরদাশত করবে না।"—এই হুঁশিয়ারি আরও উত্তেজনা সৃষ্টি করেছে।

নারীদের নেতৃত্ব ও আন্তর্জাতিক উদ্বেগ

বিক্ষোভে নারীরাও নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের ঝাড়ু হাতে রাজপথে নামা ইন্দোনেশিয়ায় এখন দুর্নীতি, দমন-পীড়ন ও সামরিকীকরণের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের তদন্ত এবং আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছে।

রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি প্রেসিডেন্ট প্রাবোবোর জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তরুণদের যাঁর ওপর ভরসা করে ক্ষমতায় এসেছিলেন, এখন তারাই প্রতিবাদের কেন্দ্রে। রাষ্ট্র এখন অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিক্রম করছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে