ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চাষির জন্য সুখবর না দুঃসংবাদ ইঙ্গিত দিলেন উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৭:৪০:৩৬
চাষির জন্য সুখবর না দুঃসংবাদ ইঙ্গিত দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : আলুর বাজারে মূল্যবৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‌“আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে।” তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলু রপ্তানিতে প্রণোদনা ও সহায়তা অব্যাহত রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে চাহিদা তৈরি করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, চাষি ও ভোক্তা—উভয়ের স্বার্থ রক্ষায় সরকারের অবস্থান সুস্পষ্ট। আলুর মজুত, সরবরাহ এবং বাজার ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করা হচ্ছে। কেউ বাজারে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “সরকারের নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২২ টাকা বিক্রি নিশ্চিত করতে হিমাগার মালিক ও পাইকারদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে বাজার ব্যবস্থাপনা ও প্রশাসন ব্যবস্থা নেবে।”

সরকারি সফরের অংশ হিসেবে বাণিজ্য উপদেষ্টার হেলিকপ্টার শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাটের গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণের কথা ছিল। তবে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার ও উপদেষ্টাকে একনজর দেখতে স্কুল মাঠে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে