ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

থাইল্যান্ডের ইতিহাসে নজিরবিহীন প্রধানমন্ত্রিত্ব

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৭:৫৩:৪৯
থাইল্যান্ডের ইতিহাসে নজিরবিহীন প্রধানমন্ত্রিত্ব

নিজস্ব প্রতিবেদক : মাত্র এক সপ্তাহ আগেই ফাঁস হওয়া চাঞ্চল্যকর একটি ফোনালাপ থাইল্যান্ডের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প ঘটিয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিকভাবে পদচ্যুত করা হয়েছে।

তার জায়গায় ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন চার্নভিরাকুল দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) থাইল্যান্ডের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৫৮ বছর বয়সী আনুতিন চার্নভিরাকুল বিপুল ভোটে জয়লাভ করেন। মোট ৪৯২টি আসনের মধ্যে তার পক্ষে ভোট দেন ৩১১ জন সংসদ সদস্য, যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২৪৭টি ভোট।

তিনি মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বৃহত্তম দল পিউ থাই পার্টির সিনিয়র নেতা চিকাসেম নিতিসিরি-এর বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত সংসদ সদস্যদের বড় অংশ আনুতিনের পক্ষেই দাঁড়ান।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত গত ২৯ আগস্ট এক ঐতিহাসিক রায়ে জানান, পায়েতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেছেন এবং প্রধানমন্ত্রীর পদে থাকার উপযুক্ত নন।

মাত্র এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পায়েতংতার্ন দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন। তবে ফোনালাপ ফাঁসের ঘটনায় তার জনপ্রিয়তা দ্রুত খসে পড়ে এবং শেষ পর্যন্ত পদ হারাতে হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে