ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নীলফামারীর সাবেক এমপি ঢাকায় ধরা

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৫:০০:৫৫
নীলফামারীর সাবেক এমপি ঢাকায় ধরা

নিজস্ব প্রতিবেদক : নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, জুলাই আন্দোলনে সাদ্দাম হোসেন পাভেলের নেতৃত্বে ছাত্রদের ওপর হামলার অভিযোগে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানায় দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট করার কার্যক্রম চলমান রয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাভেল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে