ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিমা খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ পাঁচ কোম্পানির

২০২৫ আগস্ট ২৪ ১৮:১২:৫১
বিমা খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ পাঁচ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাত এখন মাত্র পাঁচটি শীর্ষ কোম্পানির নিয়ন্ত্রণে, যা পুরো খাতের জন্য পদ্ধতিগত ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এই পাঁচটি কোম্পানির দাপটে বিমা খাতে প্রতিযোগিতা কমে যাচ্ছে এবং ছোট কোম্পানিগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই শীর্ষ কোম্পানিগুলোর হাতেই রয়েছে বিমা খাতের সিংহভাগ সম্পদ ও প্রিমিয়াম। এর ফলে পণ্য ও সেবার বৈচিত্র্যও সীমিত হচ্ছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, এই প্রভাবশালী কোম্পানিগুলোর কোনো একটিতে যদি সংকট তৈরি হয়, তাহলে এর প্রভাব পড়বে পুরো বিমা খাতের ওপর।

প্রতিবেদন অনুসারে, জীবন বিমা খাতে মোট সম্পদ ৪৮ হাজার ৫৬০ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ পাঁচ কোম্পানির দখলে আছে প্রায় ৭৭ শতাংশ বা ৩৭ হাজার ৩৫৭ কোটি টাকার সম্পদ। এই কোম্পানিগুলোর হাতেই ৬৫ শতাংশের বেশি প্রিমিয়াম রয়েছে। এ খাতে, সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন একাই ৬.৪৫ শতাংশ সম্পদ এবং ৭.০১ শতাংশ প্রিমিয়াম নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে, নন-লাইফ বিমা খাতে মোট সম্পদ ২০ হাজার ৫৩০ কোটি টাকা। এই খাতের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে ৬২.৬৭ শতাংশ বা ১২ হাজার ৮৬৫ কোটি টাকার সম্পদ এবং ৫৬.০২ শতাংশ প্রিমিয়াম। সরকারি প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন একাই নন-লাইফ বিমা খাতের ৪২.১৭ শতাংশ সম্পদ এবং ২৭.১০ শতাংশ প্রিমিয়াম দখল করে রেখেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সম্পদ ও প্রিমিয়ামের এমন অতিরিক্ত ঘনত্ব বিমা খাতের প্রতিযোগিতা সীমিত করে কিছু প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। যদিও বিমা খাত এককভাবে পরিচালিত হয়, এর আর্থিক কর্মকাণ্ড সরাসরি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, মূলধন বাজার ও বন্ড বাজারের সঙ্গে যুক্ত। জীবন বিমা কোম্পানিগুলো তাদের বিনিয়োগের প্রায় ৬৩ শতাংশ সরকারি বন্ডে রেখেছে। ২০২৩ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্থায়ী আমানত (এফডিআর) ছিল ১৫.৫৭ শতাংশ, যা ২০২৪ সালে কমে ১৩.২৫ শতাংশে নেমে এসেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে