ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

কুয়েতে প্রবাসীদের জন্য দুঃসংবাদ

২০২৫ জুলাই ২৮ ১৬:৫২:২২
কুয়েতে প্রবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: কুয়েতে নানা অভিযোগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন দেশের ১৯ হাজারের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।

আরব টাইমসের এক প্রতিবেদনে রোববার (২৭ জুলাই) জানানো হয়, দেশটির নিরাপত্তা বাহিনী অবৈধ বসবাস, শ্রম আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্টতা ও অন্যান্য অপরাধে অভিযুক্ত প্রবাসীদের আটক করে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানে আটক ব্যক্তিদের দ্রুততার সঙ্গে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। গন্তব্য ও ফ্লাইটের প্রাপ্যতার ওপর নির্ভর করে বেশিরভাগ প্রবাসী এক সপ্তাহের মধ্যেই কুয়েত ত্যাগ করেন।

বহিষ্কৃতদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) সংগ্রহ করে তাদের নাম স্থায়ীভাবে ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়। ফলে ভবিষ্যতে তারা আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া প্রতিবছর রমজান মাসে কিছু প্রবাসী কুয়েতে ভিক্ষাবৃত্তির মতো নিষিদ্ধ কার্যকলাপে জড়িয়ে পড়েন। উল্লেখ্য, দেশটিতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

গত রমজানে এ ধরনের অভিযোগে বিভিন্ন দেশের ৬০ জন পুরুষ ও নারীকে আটক করে কুয়েত প্রশাসন। তদন্ত শেষে তাদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে আহ্বান জানিয়েছে, ভিক্ষাবৃত্তি বা কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে নিরাপত্তা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে