ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শরিফ ওসমান হাদি আর নেই

২০২৫ ডিসেম্বর ১৮ ২২:৩৬:১১
শরিফ ওসমান হাদি আর নেই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ নেতা।

ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার শোকবার্তায় হাদিকে আবরার ও আবু সাঈদের মতো চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করেন। এছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে হাদিকে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সাহসী নেতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শরিফ ওসমান হাদির এই আত্মদান বাংলাদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরকাল প্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচার চালাচ্ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মাধ্যমে আধিপত্যবাদবিরোধী বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতৃত্বের সামনের সারিতে ছিলেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে