ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজার শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ১৮ ২১:৪৭:৫১
শেয়ারবাজার শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল (এসএসি) তাদের প্রথম আনুষ্ঠানিক সভা সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের কমিশন সভা কক্ষে এই বৈঠকটি আয়োজিত হয়। এই সভায় কাউন্সিলের সদস্যরা শেয়ারবাজার-এর ইসলামি বিনিয়োগ ও শরিয়াহ পরিপালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সভার প্রথমাংশে কাউন্সিলের সদস্যরা কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২২ অক্টোবর ২০২৫-এ জারিকৃত অফিস আদেশ অনুযায়ী এই কাউন্সিলটি গঠিত হয়েছিল। বর্তমান কমিশনের সাথে নতুন কাউন্সিলের এই সাক্ষাৎটি ছিল পারস্পরিক পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার একটি অংশ।

সৌজন্য সাক্ষাৎ শেষে দুপুর ৩টায় শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের নিয়মিত কার্যবিবরণী শুরু হয়। এটি ছিল কাউন্সিলের সামগ্রিক তৃতীয় সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভা। সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহ।

উক্ত সভায় সশরীরে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সিনিয়র মুফতি মাসুম বিল্লাহ এবং জামিয়াহ শরিয়াহ মালিবাগের ডেপুটি মুফতি আব্দুল্লাহ মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহাঃ রুহুল আমিন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, বিআইএসি-র প্রধান নির্বাহী কে এ এম মাজেদুর রহমান এবং ইসলামী ব্যাংকের সিএফও মোহাম্মদ আব্দুর রহিম।

ভৌগোলিক দূরত্বের কারণে বেশ কয়েকজন বিশেষজ্ঞ সদস্য ভার্চুয়ালি এই সভার কার্যক্রমে অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর-ই-এলাহী। একই সাথে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অধ্যাপক এবং বিশিষ্ট ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কবির হাসানও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত হয়ে তাঁর মূল্যবান পরামর্শ প্রদান করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে