ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দেশে ফিরেছে শহীদ ওসমান হাদির মরদেহ

২০২৫ ডিসেম্বর ১৯ ১৮:৩৫:৩২
দেশে ফিরেছে শহীদ ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি–এর মরদেহ দেশে পৌঁছেছে। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে মরদেহ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফ্লাইট অবতরণের পরপরই বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে শোক আর নীরবতায়।

হাদির মরদেহ দেশে ফেরার খবরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এবং ছাত্রনেতারা বিমানবন্দরে উপস্থিত হন। এ সময় কফিনের পাশে শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমকে দেখা যায়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, শহীদ হাদির মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে নেওয়া হয়েছে। সেখানে মরদেহ সংরক্ষণের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

পোস্টে আরও বলা হয়, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে এবং আগামীকাল শনিবার জোহরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। সে কারণে আজ নয়, আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

ফাতিমা তাসনিম জুমা আরও লেখেন, আন্দোলন চলাকালে যেন কোনো অপশক্তি অনুপ্রবেশ করে সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্র-জনতাকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মরদেহ প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর সেখান থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই বৃহস্পতিবার রাত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে