ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির হ-ত্যা-র প্রতিবাদে শাহবাগে গণজমায়েত

২০২৫ ডিসেম্বর ১৯ ০৯:৪৪:৩৭
হাদির হ-ত্যা-র প্রতিবাদে শাহবাগে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ পরিণত হয়েছে বিক্ষোভের কেন্দ্রস্থলে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্র-জনতা সেখানে জড়ো হতে শুরু করেন। হাতে জাতীয় পতাকা, মুখে প্রতিবাদের স্লোগান—শোক আর ক্ষোভে ফেটে পড়েছে রাজপথ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, কেউ মিছিল নিয়ে, কেউ আবার স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত হচ্ছেন। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়—‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না’।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন একদিকে শোক, অন্যদিকে প্রতিবাদের উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে