ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

২০২৫ ডিসেম্বর ১৯ ১৫:৪৭:০৭
দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক: শহীদ ওসমান হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর আজ শুক্রবার সংবাদমাধ্যম দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে সংঘটিত বর্বর হামলার ঘটনায় প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং সার্বিক খোঁজখবর নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম–এর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, সংবাদকর্মী ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এই সংকটে সরকার তাদের পাশে রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা আসলে স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। এই ঘটনা গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

টেলিফোন আলাপে ড. ইউনূস সম্পাদকদের আশ্বস্ত করে বলেন, সংবাদমাধ্যম দুটির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ সহযোগিতার কথাও জানান তিনি। এ ছাড়া শিগগিরই সম্পাদকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে