ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৫ ডিসেম্বর ১৮ ২৩:৫৩:৫২
হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরের দিকে হাজারীবাগ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত তরুণী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহটি বর্তমানে ওই হোস্টেলে রয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

এদিকে জান্নাতারা রুমীর এই মৃত্যুকে ঘিরে তাঁর রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দলের যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, গত মাসে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মীদের এক জনতাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় রুমী আলোচিত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকেই তিনি ক্রমাগত সাইবার বুলিং, সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য এবং নিয়মিত প্রাণনাশের হুমকির শিকার হচ্ছিলেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, রুমী বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং নিয়মিত হুমকি পাচ্ছিলেন। এটি কেবল আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা প্ররোচনা রয়েছে, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। তবে সাইবার বুলিং যে তাঁকে চরম অতিষ্ঠ করে তুলেছিল, সে বিষয়ে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের ফলাফল হাতে পাওয়ার পরেই পরিষ্কার হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বর্তমানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং হোস্টেলের অন্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে