ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে হাদির পরিবার

২০২৫ ডিসেম্বর ১৮ ২০:০২:৩৫
সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে হাদির পরিবার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় বেশ কয়েকদিন অতিক্রম হলেও অস্ত্রোপচার করেন নি ডাক্তাররা। এমনকি অবস্থা জটিল আকার ধারণ করলে যুক্তরাজ্যে নিয়ে অপারেশন করার কথা বলেছিলেন কর্তৃপক্ষ। তবে তার পরিবার সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার এবং চিকিৎসকরা তার জন্য সিঙ্গাপুরে জরুরি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে আরও বলা হয়েছে, সকলকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে যেন আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবা নসিব করেন। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, যদি ওসমান হাদি শহীদের কাতারে শামিল হন, তাহলে দেশের স্বাধীনতাকামী মানুষদের শাহবাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পোস্টে খুনিদের দ্রুত গ্রেপ্তার না হলে ও দেশের নিরাপত্তা অচল হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, খুনিরা যদি ভারতে পালিয়ে যায়, তাহলে ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফিরিয়ে আনা হবে।

এর আগে বুধবার রাতেও প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন।

আহতের পর প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে