ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

২০২৫ ডিসেম্বর ১৯ ০০:০৮:০৭
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ আগামী জানুয়ারি মাসের মধ্যেই সরকারের কাছে জমা দেবে বলে আশা করা হচ্ছে। এই নতুন বেতন কাঠামোর মাধ্যমে সরকারি চাকুরেদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কমিশন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় বেতন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত ৫ম পূর্ণ কমিশনের সভায় এই মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এই দীর্ঘ সভা চলে রাত ৮টা পর্যন্ত।

পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই সভায় ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ কমিশনের অন্যান্য খণ্ডকালীন সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পে-স্কেলের এই সুপারিশ মূলত তিনটি সুনির্দিষ্ট ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে জাতীয় বেতন কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট ও সুপারিশমালা জমা দেবে। দ্বিতীয় ধাপে এই রিপোর্টটি সচিব কমিটিতে পাঠানো হবে প্রয়োজনীয় পর্যালোচনার জন্য। সর্বশেষ বা তৃতীয় ধাপে, সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি গেজেট জারি করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, সভায় পে-স্কেলের একটি খসড়া বা ড্রাফট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। তবে খসড়াটির কিছু জায়গায় সংশোধনীর প্রয়োজন থাকায় কমিশন আরও অন্তত তিনটি পূর্ণ সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এই সভাগুলোর মাধ্যমে সুপারিশমালা আরও নিখুঁত করে জানুয়ারির মধ্যেই তা সরকারের কাছে হস্তান্তর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিশন চায় একটি ত্রুটিমুক্ত রিপোর্ট জমা দিতে যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে